বগুড়া প্রতিনিধি :
৯/১০/২৪ বুধবার বগুড়া পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড কর্তৃক সিরাত সেমিনার আয়োজন করা হয়।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেন্ট্রাল মসজিদের খতিব মাদ্রাসাতুল মদিনার নির্বাহী পরিচালক মুফতি মনোয়ার হোসেন।
মুফতি সালাউদ্দিন মাসুদ, মাওলানা আব্দুল মাজেদ আনসারী, মুফতি কামরুল ইসলাম আজাদীসহ অনেক নেতৃবৃন্দ সিরাত সেমিনারে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তৃতায় মুফতি মামুন রহমানী বলেন আমাদেরকে ঈমানী চেতনায় আবার কালেমা পড়তে হবে। দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদেরকে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, মুহাম্মাদুর রাসুলুল্লাহ, মুহাম্মদ সাঃ এর জীবন আদর্শই আমাদের আদর্শ।
সুতরাং যারা বলছে আমরা গণতন্ত্রের আইন চাই অমুক নেতার আদর্শ চাই, তারা যদি মুসলমান থাকতে চায় তওবা করে আবার ঈমানের চেতনা নিয়ে কালেমা পড়তে হবে।
গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম সহ সকল কুফর ও শিরকের মতবাদ ত্যাগ করে তওবা করে খেলাফত ব্যবস্থার পক্ষে সংগ্রাম ও আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সবশেষে সেমিনার সভাপতি হাবিবিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মাওলানা ইয়াকুব আলীর দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
দোয়ার পর সকল উপস্থিতিদেরকে রাতের খাবার পরিবেশন করা হয়।
ওয়ার্ড সভাপতি মাওলানা হাফিজুর রহমান মাদ্রাসাতুল মদিনার পরিচালক মাওলানা মোজাম্মেল হক সহ সকল ব্যবস্থাপকের শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি।