
নরসিংদী-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ও আট দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম আজ শিবপুর উপজেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা রাকীবুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নরসিংদী-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির শিকার। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা, নৈতিক রাজনীতি ও জনকল্যাণমুখী উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।
তিনি আরও বলেন, জনগণের জান-মাল ও সম্মান রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ন্যায়ভিত্তিক ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর প্রধান অঙ্গীকার। নরসিংদী-৩ আসনকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।




