
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বাদ মাগরিব নরসিংদী-৩ শিবপুরের পুটিয়া মোড়ে এ গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, উপজেলা সহসভাপতি কারী সানাউল্লাহ, উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, উপজেলা সহ-প্রচার সম্পাদক হাফেজ হাফিজুল্লাহ, আইয়ুবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ, মাওলানা ইউসুফ, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর পক্ষে জনসমর্থন আহ্বান জানান।