নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কোরআন অবমাননার ঘটনার দ্রুত বিচার না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি — বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কর্তৃক পবিত্র কোরআন অবমাননার জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। সংগঠনের সভাপতি মুফতি কামালুদ্দিন ও সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন এক যৌথ বিবৃতিতে বলেন
“এই পবিত্র কোরআনের অবমাননা কোনো একক ব্যক্তির অপরাধ নয়, এটি গোটা মুসলিম জাতির হৃদয়ে আঘাত হেনেছে। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বারবার ঘটছে অথচ অপরাধীরা পার পেয়ে যাচ্ছে — এটি দেশের আইনের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে।”
তাঁরা বলেন, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে অবমাননা করার মতো ঘৃণ্য কাজ কোনোভাবেই সহ্য করা যায় না। একজন ছাত্রের দ্বারা সংঘটিত এই অপকর্ম প্রমাণ করে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার মারাত্মক অবক্ষয় ঘটছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
বিবৃতিতে আরও বলা হয় — “আমরা শান্তিপ্রিয় মুসলমান। কিন্তু বারবার আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে উপহাস করা হচ্ছে। আইনগত ব্যবস্থা না নেওয়া হলে বাধ্য হয়ে রাজপথে নেমে আসতে হবে।”
নেতৃবৃন্দ বলেন, “যে দেশে পবিত্র কোরআনের অবমাননা হয় এবং সরকার নীরব থাকে, সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই, অবিলম্বে তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।”
তারা আরও বলেন, “দেশের আলেম সমাজ, মাদরাসা ছাত্র, তরুণ প্রজন্ম সবাই যেন এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে। কোরআনের সম্মান রক্ষায় প্রয়োজনে রাজপথে নামতে দ্বিধা করবো না।”
স্বাক্ষরিত:
মুফতি কামালুদ্দিন
সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সাধারণ সম্পাদক, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ