JuboKantho24 Logo

নাটোরে পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন

নাটোরের সবচেয়ে বড় উদ্যোক্তা সংগঠন ও মার্কেটপ্লেস “আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম” তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণের একটি বিশেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।

এই কর্মসূচিটি নাটোর রেলওয়ে স্টেশন এবং শহরের বিভিন্ন স্থানে পরিচালিত হয়। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি, মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।

“আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম” এর উপদেষ্টা, কৃষিতে স্বর্ণপদ প্রাপ্ত উদ্যোক্তা সেলিম রেজা বলেন, “আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন ভালো থাকে। এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত।” তিনি আরও জানান, “সংগঠনটি ২০১৯ সাল থেকে আমাদের কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা, আলেম, সংগঠক ও উদ্যোক্তা মিনহাজ উদ্দীন আত্তার। তিনি বলেন, “আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটি শুধুমাত্র একটি মানবিক কাজ নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের প্রচেষ্টার একটি অংশ। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারব।” তিনি আরও বলেন, “এই ইভেন্টের মাধ্যমে সংগঠনটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আমাদের সদস্যরা এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।”

অন্যান্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ ফারজানা আক্তার সাথী, সাংগঠনিক সম্পাদক আফছানা হাসি, প্রচার সম্পাদক হাবিব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, মডারেটর হুমায়রা আক্তার আঁখি, নির্বাহী সদস্য সাব্বির হোসেন, তাসনীম ফাতিমা (মিনা) মিম খাতুন ও সাধারণ সদস্য বিপাশা আকতার, শাহিনা আক্তার, আঁখি, তুরি, শরিফুল ইসলাম, তানজিলা জাহান ফেরদৌসী এবং স্বেচ্ছাসেবক রাজু ইসলাম। তাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির শেষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সবাই আনন্দিত। এই মহৎ উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করেছে এবং সকলের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস চালিয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ