
নান্দাইল, ১৭ আগস্ট ২০২৫, রবিবার
বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতি আহ্বান কর্মসূচির অংশ হিসেবে আজ নান্দাইল উপজেলা সম্মুখে ময়মনসিংহ জেলা শাখা পূর্ব-এর উদ্যোগে উদ্বোধনী দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা পূর্ব-এর সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রাহমানি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন—
হাফেজ আব্দুস সালাম হাফেজ্জী, সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা শাখা পূর্ব
মাওলানা রুহুল আমিন মুসাইদ, সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা শাখা
মুহাম্মাদ মিজানুর রহমান রুবেল প্রমুখ।
এছাড়াও খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দাওয়াতি মাসকে সফল করার জন্য সবাইকে আরও আন্তরিক ও ত্যাগী হওয়ার আহ্বান জানান। এ সময় বেশ কয়েকজন দ্বীনি ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।