নোয়াখালীর সদ্যপ্রয়াত মাওলানা ইলিয়াস রহ. এর পরিবারের পাশে যুব মজলিস

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার মজলিসে আমেলা সদস্য সদ্য ইন্তেকালকারী মাওলানা ইলিয়াস রহ.-এর পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কবিরহাটে মরহুমের বাসভবনে গিয়ে তিনি তার পরিবারের খোঁজখবর নেন এবং এতিম তিন সন্তানের দায়িত্বের বিষয়ে আশ্বাস প্রদান করেন। এসময় সংগঠনের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা মরহুমের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

মাওলানা জাহিদুজ্জামান বলেন, “মরহুম ইলিয়াস রহ. ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। ফ্যাসিবাদের আমলে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার সাহস ও ত্যাগ যুগে যুগে আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইলিয়াস রহ. আমাদের ভাই, তার সন্তান আমাদেরই সন্তান সমতুল্য। তাদের শিক্ষা-দীক্ষা ও প্রয়োজনীয়তায় সংগঠন সাধ্যানুযায়ী পাশে থাকবে। ইনশাআল্লাহ, সংগঠনের ব্যবস্থাপনায় তার বড় সন্তানের পড়াশোনাও চলমান থাকবে।”

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবীবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস বেগমগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ