
জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
আজ ১২ জুলাই (শুক্রবার) অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার সংলগ্ন মাদরাসার নিজস্ব জায়গায় আয়োজিত এ মহতী অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাযুল আসাতিযা, জামিয়া পটিয়া সদর ক্যাম্পাসের মুহতামিম ও শায়খুল হাদীস, আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দা.বা.)।
এছাড়াও উপস্থিত ছিলেন—
🔹 হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
🔹 মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিঘলিয়া, গোপালগঞ্জ
🔹 মাওলানা ফজলুল করিম রাজু, বগুড়া
🔹 মাওলানা মীর কাউসার খলিল
🔹 মাওলানা সলিম মাহদী
🔹 মাওলানা শিহাব উদ্দীন
🔹 মাওলানা এমদাদুল হকসহ জামিয়ার সম্মানিত উস্তাদগণ, ফাজেলানে জামিয়া এবং অসংখ্য মেহমানবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি একত্রে বহুতল নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দোয়া ও মোনাজাতে শায়খুল হাদীস আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দা.বা.) মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—
আল্লাহ যেন এ নবনির্মিত প্রতিষ্ঠানটিকে দ্বীন ও ইলমের এক উজ্জ্বল মিনাররূপে কবুল করেন, এবং তাঁর অশেষ রহমতে এর সার্বিক কার্যক্রম সহজ করে দেন।