পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনায় মধ্যপ্রাচ্যের প্রধান আঞ্চলিক শক্তিগুলো তাদের প্রতিাক্রয়া জানিয়েছে।
রোববার (১২ অক্টোবর) ইরান, সৌদি আরব ও কাতার উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার—উভয় পক্ষকে সংযম দেখাতে হবে। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থিতিশীলতা পুরো অঞ্চলের শান্তির জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, আফগান-পাকিস্তান সম্পর্কের স্থিতিশীলতাই আঞ্চলিক নিরাপত্তার চাবিকাঠি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকার বরাত এ খবর জানিয়েছে সামা টিভি।
এদিকে কাতার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। উত্তেজনা এড়াতে উভয় দেশকেই সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।’
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চলমান সংঘর্ষ দক্ষিণ ও মধ্য এশিয়ার সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
সৌদি আরবও একই ধরনের আহ্বান জানিয়ে বলেছে, ‘উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকে সংযম, সংলাপ ও প্রজ্ঞার চর্চা করতে আহ্বান জানায়।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এছাড়া ইসলামাবাদ ও কাবুলের মধ্যে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে।
রিয়াদ তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ‘ভ্রাতৃপ্রতিম পাকিস্তানি ও আফগান জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সব প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।’
সূত্র: সামা টিভি