আদাবর থানায় অবস্থিত শেখের টেক- বালুর মাঠ এলাকা গতকাল রাতের ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে সে এলাকায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
আজ দুপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আদাবর শাখার উদ্যোগে উক্ত এলাকায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সামিউল্লাহ শ্যামল ও আদাবর শাখার সহ-সভাপতি মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহসহ আদাবর শাখার দায়িত্বশীল।