পারমাণবিক স্থাপনায় হামলার পর চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত ইরানের

 

📍 আন্তর্জাতিক | ২৫ জুন ২০২৫

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে সরে আসার ইঙ্গিত দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন,

“আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যেভাবে আক্রমণ হয়েছে, তাতে ইরানের ভবিষ্যৎ কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে গভীর প্রভাব পড়বে—এটা অনিবার্য।”

তিনি আরও জানান, ইরান এখন আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে নিজেদের অবস্থান “পুনর্বিবেচনার” প্রক্রিয়ায় রয়েছে। এটি আন্তর্জাতিক মহলের জন্য বড় একটি বার্তা, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

বিশ্লেষকরা বলছেন, চুক্তি থেকে ইরানের বেরিয়ে যাওয়া মানে হবে—দেশটি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ উন্মুক্ত করতে পারে, যা গোটা অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে।

উল্লেখ্য, ইরান ১৯৭০ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) সদস্য, যা পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকারে স্বাক্ষরিত হয়েছিল।ত

বে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ইরানের কড়া অবস্থান আন্তর্জাতিক কূটনীতিকে নতুন এক মোড়ে নিয়ে যাচ্ছে।

পরবর্তী পদক্ষেপ কী হবে—তা নির্ভর করছে পশ্চিমাদের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ কূটনৈতিক সংলাপের ওপর।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ