ফটিকছড়ি ভূজপুর শাখাকে দ্বীন বিজয়ের ঘাঁটি হিসেবে কবুল করার দোয়া করে আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভূজপুর থানা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক দিনব্যাপী তালিমী মজলিস অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক যুবনেতা মোল্লা খালিদ সাইফুল্লাহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস সাহেব।
প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলার তত্ত্বাবধায়ক নাঈম উদ্দিন নবজাগরণ সাহেব।
দিনব্যাপী মজলিসে কর্মীদের নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এবং শেষে ফলাফল ঘোষণা করা হয়। একইসাথে অতিথিবৃন্দের মাধ্যমে ভূজপুর থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
আলোচনায় বক্তারা আত্মশুদ্ধি, ইসলামী আন্দোলনের করণীয়, দাওয়াহ কার্যক্রমের প্রসার এবং সংগঠনের কাঠামোগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তারা তরুণ প্রজন্মকে আদর্শিকভাবে গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।
ভূজপুর থানা শাখার দায়িত্বশীল ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী তালিমী মজলিসের কার্যক্রম সমাপ্ত হয়।