ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
ঢাকা মহানগর উত্তরের যুব বিষয়ক সম্পাদক মোঃ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক হাসান, অর্থ সম্পাদক একে আজাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকারী ইব্রাহীম জসিম, প্রচার সম্পাদক মুফতি কাজী জহিরুল ইসলাম প্রমুখ।
বিক্ষুব্ধ জনতা আজমপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজউক উত্তরা মডেল কলেজ, নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ, আজমপুর মেইন রোড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন ওয়াসা অফিসের সামনে এক সমাবেশে মিলিত হয়।