JuboKantho24 Logo

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তরা ওলামা পরিষদ উত্তরখান থানা শাখার বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তরা ওলামা পরিষদ উত্তরখান থানা শাখার বিক্ষোভ মিছিল

উত্তরখান, ঢাকা: উত্তরা ওলামা পরিষদের উত্তরখান থানা শাখার উদ্যোগে সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলার তীব্র নিন্দা জানান। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যার এই বর্বরতা বন্ধ হয়। বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি উত্তরখানের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উত্তরখান থানা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ আড়াইহাজারির সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের জয়েন্ট সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বৃহত্তরা উত্তরা উলামা পরিষদ উত্তরখান থানা শাখার উপদেষ্টা মাওলানা এমদাদুল্লাহ,সহসভাপতি মুফতি মোস্তফা কামাল,খতিব আটি পাড়া কেন্দ্রীয় মসজিদ,বৃহত্তর উত্তরা উলামা পরিষদ উত্তরখান থানা শাখার সেক্রেটারী মুফতি আব্দুল্লাহ শিবলী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানি প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ