খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য মোটরবাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়িয়া হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৪শে চত্বরে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পশ্চিমের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আম্মার আব্দুল্লাহ।
সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক আকন্দ।
বক্তারা বলেন, খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং এ লক্ষ্যে গণআন্দোলনকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।