
বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে- মুহাম্মাদ মিজানুর রহমান।
আজ ১৮ই মার্চ মঙ্গলবার, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখা উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খিলগাঁও থানা শাখা সভাপতি মাওলানা মুহাম্মাদ ফয়সালের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ওমর মাতুব্বর , সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈম উদ্দীন ও সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দীন, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা নাজুমল হাসান ফারুকী, মুগদা থানা সভাপতি মাওলানা মাহমুদ হাসান ও অত্র এলাকার তরুণ আলেমগন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খিলগাঁও থানা সংগঠন বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হুসাইন,সহ সংগঠন বিভাগের সম্পাদক ওমর ফারুক, বাইতুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মদ সোলাইমান হাওলাদার, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি নাঈমুল ইসলাম,সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মুহাম্মদ আহমেদ আলি (সুমন),অফিস বিভাগের সম্পাদক মুহাম্মদ ফরহাদ হুসাইন,প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বি, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আবু মুছা,মজলিসে আমেলার সদস্য মুহাম্মদ জাহিদুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ সিফাত হোসেন ও মুহাম্মদ সোহেল হুসাইন প্রমূখ।