JuboKantho24 Logo

বাংলাদেশের আলেমদের সাথে বৈঠক করলেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী

ভারত ও বাংলাদেশের আলেমদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল গণি বারাদার। বৈঠকে, আফগানিস্তানের ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য সমূহ আলেমদের মাঝে তুলে ধরেন মাওলানা বারাদার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডেপুটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।

প্রতিনিধি দলটির উদ্দেশ্যে ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার পরিহার করে আফগান জনগণের কাছে সর্বদা সঠিক ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছে আফগান সরকার। যার মধ্যে রয়েছে নতুন একাডেমি প্রতিষ্ঠা ও পাঠক্রমে উল্লেখযোগ্য সংস্কার নিয়ে আসা।

মাওলানা বারাদার আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে আফগান সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি বৃহৎ অর্থনৈতিক প্রকল্প চালু হয়েছে। প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ব্যবসা-বাণিজ্যের পথ প্রশস্ত হয়েছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ শিল্প খাতেও ব্যাপক অগ্রগতি দেখা যাচ্ছে। ফলে স্বনির্ভরশীল অর্থনীতি গঠনের জন্য মজবুত ভিত্তি স্থাপিত হয়েছে।

তিনি আরো বলেন, আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ আটকে দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। যা আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।

বৈঠকে ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, শরিয়া আইনের আওতায় থেকে পারস্পারিক সহযোগিতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক বিশ্বের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান। একটি স্বনির্ভরশীল ও স্থিতিশীল আফগানিস্তান এই অঞ্চল সহ গোটা বিশ্বের জন্য কল্যান বয়ে আনবে।

এদিকে, আফগানিস্তানে ইসলামি আইন প্রতিষ্ঠা হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দলটি। সেই সঙ্গে ইসলামী ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন।

সূত্র: আরটিএ ইংলিশ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ