
ঢাকা, ৪ আগষ্ট ২০২৫
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে তিনদিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের দায়িত্বশীলগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে শুরু হওয়া কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
কর্মশালার বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা ইলিয়াস হামিদী, হাসান আল ফেরদৌস, হাবীবুল্লাহ সিরাজসহ অন্যান্য আলোচকবৃন্দ। এরপরে কর্মশালার মূল্যায়ন পরীক্ষা ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল বুরহানউদ্দিন ইমাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।