বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কচুয়া উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কচুয়া উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র মজলিসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বহু উৎসাহী কর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিণত হয় উচ্ছ্বাস ও প্রেরণায় ভরা এক মিলনমেলায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও চাঁদপুর–১ (কচুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী।
তিনি বলেন—“সমাজে নৈতিক অবক্ষয়ের যে প্রবণতা দিন দিন বাড়ছে, তা রোধ এবং একটি আদর্শ, মূল্যবোধনির্ভর রাষ্ট্র গঠনে ছাত্রসমাজই আমাদের সবচেয়ে বড় আশার শক্তি। তরুণরাই পারে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে। এজন্য তাদের উচ্চতর জ্ঞান, আধুনিক দক্ষতা, নেতৃত্বগুণ, আত্মমর্যাদাবোধ এবং দৃঢ় নৈতিক মানদণ্ড অর্জনে মনোনিবেশ করতে হবে।”
তিনি আরও বলেন—“শিক্ষার উদ্দেশ্য কখনোই শুধু সনদ বা ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার প্রকৃত সার্থকতা হলো একজন শিক্ষার্থীর মধ্যে সদাচার, মানবিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও আদর্শ নাগরিকত্ববোধের বিকাশ। একটি জাতি তখনই উন্নতির পথে এগিয়ে যায়, যখন তার তরুণ সমাজ নৈতিকতা ও সততার আলোকে নিজেকে গড়ে তোলে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কচুয়া উপজেলা সভাপতি মুফতী নুরুল ইসলাম মাদানী, উপজেলা সেক্রেটারি মাও.জয়নুল আবেদীন, ৩নং বিতারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাও.আনিসুর রহমান মুন্সী, যাত্রাবাড়ী থানা প্রচার সম্পাদক মাও.ফয়জুল্লাহ মাহবুব,
সহ প্রমুখ এছাড়াও ছাত্র মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যে ছাত্রসমাজের করণীয়, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক অগ্রযাত্রা ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের প্রাণবন্ত উপস্থিতিতে সভাটি আরও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে। মতবিনিময় শেষে উপস্থিত সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা, উৎসাহ এবং সংগঠনের দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকার লক্ষ্য করা যায়। সমগ্র আয়োজনটি ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শিক নেতৃত্বের পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা জোগায়।