বাংলাদেশ খেলাফত মজলিসের দক্ষিনখান থানা কমিটি গঠন

আজ বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দক্ষিণখান থানা ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা রিয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিনখান থানার সহ-সভাপতি মাওলানা খাইরুল ইসলাম খান জিহাদী, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি দায়িত্বশীলকে নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে। বর্তমানে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি মাস চলমান রয়েছে; নতুন সদস্য সংগ্রহের এ সুযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। পাশাপাশি ঢাকা-১৮ আসনে নেয়ামতুল্লাহ আমিনকে বিজয়ী করতে কর্মীদেরকে পরিকল্পিতভাবে মাঠপর্যায়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি মাওলানা নেয়ামতুল্লাহ আমিন তার বক্তব্যে বলেন, সংগঠনের সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর। প্রতিটি দায়িত্বশীলকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে দাওয়াতি মাসকে সফল করতে হবে এবং নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভা শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট দক্ষিণখান থানা কমিটি ঘোষণা করা এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করানো হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ