
বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৯ আসনের রিকশা মার্মাকার মনোনীতপ্রার্থী মাওলানা মহিউদ্দিন রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী -এর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও সূধী সমাজের ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে
আজ (২৮ আগস্ট ২০২৫ ইং ) রোজ বৃহস্পতিবার বা’দ জোহর কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম, সাভার মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী৷
জেলা সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ- সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহসাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসলাম শাকিল, মুফতি খন্দকার কাওসার হুসাইন, মাওলানা আফসার মাহমুদ, পৌর সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার, জেলা শ্রমিক মজলিস সদস্যসচিব মাওলানা ইসমাইল,জেলা খেলাফত যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, জেলা খেলাফত ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল্লাহ, আশুলিয়া ইউনিয়ন সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷