ব্যারিস্টার মাওলানা মাইনুদ্দিন মুক্তাদির বিল্লাহ আজ (৩০ আগস্ট, শনিবার) বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আমীরে মজলিস মাওলানা মামুনুল হকের হাতে সদস্য ফরম পূরণ করে যোগদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক, বিশিষ্ট আলেম মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা সিফাতুল্লাহ রহমানী।
আমীরে মজলিস মাওলানা মামুনুল হক ব্যারিস্টার মাইনুদ্দিনের যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, আশা করছি ব্যারিস্টার মাইনুদ্দিন মুক্তাদির বিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন। সংগঠনের বিস্তৃতি, সম্প্রসারণ ও ইসলামি রাজনীতির অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।