JuboKantho24 Logo

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার ১-৪ নং ইউনিয়নের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত, ২৬ জুলাই শহীদ স্মরণে দোয়া ও আলোচনা কর্মসূচি ঘোষণা

 

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার ১-৪ নং ইউনিয়নের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত, ২৬ জুলাই শহীদ স্মরণে দোয়া ও আলোচনা কর্মসূচি ঘোষণা

 

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১, ২, ৩ ও ৪ নং ইউনিয়নের দায়িত্বশীলদের সমন্বয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি গুরুত্বপূর্ণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় উপস্থিত দায়িত্বশীলরা পরামর্শক্রমে আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার বিকাল ৩টায় সাচার বাজারে “জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা” আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ উপলক্ষে স্থানীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন—মুফতি আনিছুর রহমান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী।

সভায় আরও উপস্থিত ছিলেন:

 

মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, কচুয়া উপজেলা খেলাফত মজলিস

 

মুফতি আতাউল্লাহ হুসাইনী, সাবেক সভাপতি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

 

মাওলানা আবু সাইদ

 

মাওলানা তাজুল ইসলাম

 

হাফেজ জসিমুদ্দীন

 

মাওলানা সাঈদুর রহমান

 

মাওলানা মাহবুবুর রহমান

 

হাফেজ আব্দুল হান্নান

 

হাফেজ অলিউল্লাহ

 

হাফেজ আবু হানিফ

 

মাওলানা এনামুল হাসান

 

মাওলানা শরিফুল ইসলাম—সহ অন্যান্য দায়িত্বশীলগণ।

 

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন— “তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা খেলাফতের পতাকা উচ্চ করে ধরে রাখবো।”

 

এই কর্মসূচিকে সফল করতে কচুয়া উপজেলার সংশ্লিষ্ট সব ইউনিয়নের দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় মুসলিম জনতাকে যথাসময়ে উপস্থি

ত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ