
বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত
আজ বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় । শাখা সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয় । উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জালালুদদীন আহমদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান । উক্ত অধিবেশনে মাওলানা আব্দুল করিম কে সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে নির্বাহী সভাপতি ও মাওলানা ইলিয়াস কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয় ।