
বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ (২৫মার্চ ২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মাওলানা মাসউদুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আজাদের পরিচালনায় ড্রীম হেভেন সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি মাওলানা নাসির উদ্দিন, জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন।
জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হুসাইন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব, সহ-প্রচার সম্পাদক মোল্লা আবু বকর সিদ্দিক, যুব মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মুফতি ফয়জুল্লাহ ফরিদী, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান প্রমুখ।