বাংলাদেশ খেলাফত মজলিস গুলশান জোনের উদ্যোগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।

আজ (০৯ অক্টোবর ২০২৫ ইং) বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান জোনের উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও ঢাকা-১১ আসনের সংগঠন মনোনীত প্রার্থী হাফেজ মুজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন।

গুলশান জোনের তত্ত্বাবধায়ক মাওলানা নুরুল আলম কাসেমীর সভাপতিত্বে ও বাড্ডা থানার সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, অফিস সম্পাদক এইচ এম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ সভায় দায়িত্বশীলগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন এবং অগ্রসর সদস্যদের মধ্য থেকে নির্বাচিত চারজনকে কর্মী ঘোষণা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে “জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে” ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত গণমিছিল সফল করার জন্য গুলশান জোনের সকল সদস্যকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ