
আজ (৭ সেপ্টেম্বর) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত দক্ষিণখান থানা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন থানা সভাপতি গাজী মাসুদুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মিরপুর মডেল থানার সহ-সাধারণ সম্পাদক এইচ এম খোকন, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ। এছাড়াও দক্ষিণখান থানা শাখার নির্বাহী সদস্য ও দায়িত্বশীলগণ বৈঠকে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে অগ্রসর করার জন্য基层 পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে গতিশীল করতে হবে এবং সদস্যদেরকে দ্বীনি চেতনা ও রাজনৈতিক সচেতনতার আলোকে গড়ে তুলতে হবে।
বৈঠকে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম বাস্তবায়ন, সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি, সদস্য সংগ্রহ অভিযানে গতি সঞ্চার, দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কাজের প্রসার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, দক্ষিণখান থানা শাখা ইনশাআল্লাহ ঢাকা মহানগর উত্তরের একটি কার্যকরী ও শক্তিশালী ইউনিটে পরিণত হবে।