
বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা নির্বাহী বৈঠক আজ সোমবার বিকাল ০৩ টায় মেরাজুল উলুম বৌয়াকুড় মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুল নুর এবং পরিচালনা করেন নরসিংদী জেলা সহ সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ ।
সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বৈঠকে সংগঠনের নিয়মিত কাজ জোরদার করা এবং আগামী ২৬ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত জুলাই সনদ সহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে জেলা শাখা ও প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল পালনের সিদ্ধান্ত গৃহীত ও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় জেলা শাখার গুরুত্বপূর্ণ নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।