
আজ ৩ রা সেপ্টেম্বর বুধবার, বগুড়া সেন্ট্রাল মসজিদ মিলনায়তনে জেলা শাখার অধীনে সকল শাখা দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাওলানা ফজলুর রহমান- কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, জেলা সেক্রেটারি ইউসুফ হাবিবের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি মওলানা আব্দুল মাজেদ আনসারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাকী প্রমুখ।
সম্মেলনে সকল উপজেলা সভাপতি বৃন্দ নিজ নিজ উপজেলার কার্যবিবরণী পেশ করেন এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ জাতি ও মিল্লাতের সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ করে দেশব্যাপী সাংগঠনের কাজ জোরদার করার জন্য মাসব্যাপী দাওয়াতি কর্মসূচি বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান করেন।
দ্রুত সময়ের মাঝে সকল শাখা পুনর্গঠন করে সংগঠনের কাজকে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করেন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম সিনিয়র মুহাদ্দিস সুত্রাপুর মাদ্রাসা, মাওলানা আবু হুরায়রা মুহতামিম রওশন শাহ মাদ্রাসা।
অবশেষে জেলার সভাপতি মাওলানা সালমান দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্ত ঘোষণা করা হয়।