বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের মাসিক “নির্বাহী বৈঠক” মাদ্রাসাতুল কোরআন লিল বানাতের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মিরপুর জোনের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

আজ বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের মাসিক “নির্বাহী বৈঠক” মাদ্রাসাতুল কোরআন লিল বানাতের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জোন তত্ত্বাবধায়ক মাওলানা কামাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে এবং সহ-তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদুল আলম সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী।

এ সময় মিরপুর জোনের অন্তর্গত থানাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী এক মাসের মধ্যে মিরপুর জোনের সকল ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নানা বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ