
বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত
আজ ২০ মে ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি ক্বারী আতাউল হক এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা মোহাম্মদ আলী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
প্রশিক্ষণ মজলিসে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।