JuboKantho24 Logo

বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জাজিরা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জাজিরা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ (১৮/০৩/২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখার উদ্যোগে জাজিরা জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি জনাব মাওলানা নুরুল আমীন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ফরিদীর পরিচালনায় আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, শরীয়তপুর-১ আসন(পালং-জাজিরা) মাটিও মানুষের মজলুম জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য,শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ উসমানী।

আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, খেলাফতই হলো মুসলিম উম্মাহর ঐক্য ও ন্যায়বিচারের মূল ভিত্তি। সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনব্যবস্থা প্রয়োগের বিকল্প নেই। তিনি সকলকে ইসলামী আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানান এবং খেলাফত মজলিসের কর্মসূচিকে আরও বেগবান করার আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার আমিরে জামায়াত মাওলানা আব্দুর রব হাসেমী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাজিরা উপজেলার আহবায়ক বজলুর রশিদ শিকদার,সর্বদলীয় অনৈসলামিক কার্যক্রম প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাহবুবুর রহমান জিয়া,জাজিরা থানা অফিসার ইনচার্জ (ওসি)মো: দুলাল আকন্দ, ইসলামী আন্দোলন জাজিরা উপজেলার সভাপতি মাওলানা ইমরান হোসাইন, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এর নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসলমান, প্রশাসনিক কর্মী ও সাংবাদিকগণ। প্রায় ৭০০ মানুষের ইফতারির আয়োজনের মধ্য দিয়ে প্রোগ্রাম সম্পন্ন হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি মাওলানা আরিফুল ইসলাম মানিক, সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহসভাপতি মাওলানা ফুয়াদ হাসান অপু, জাজিরা পৌরসভা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, বিলাসপুর ইউনিয়নের সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক মাও ডাঃ আজহারুল ইসলাম, পালেরচর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা আব্দুর রহমান মল্লিক, মজলিসে আমেলা সদস্য এইচ,এম মোশাররফ হোসাইন ফুলপুরী প্রমূখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ