
বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন
সালথা (ফরিদপুর), ৫ জুলাই:
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সালথা উপজেলা শাখার পুনর্গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকাল ৩টায় সালথা মাদরাসার হলরুমে আয়োজিত উপজেলা শুরা অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বর্তমান উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদে স্থান পান—মুফতি আব্দুস সত্তার, মুফতি মাসউদুর রহমান, মাওলানা আবুল হোসাইন, হাফেজ লুৎফর রহমান ও ক্বারী শামসুল হক।
পরবর্তী পর্যায়ে সর্বসম্মতিক্রমে মুফতি মফিজুর রহমান-কে সভাপতি, মুফতি কামরুজ্জামান-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা দেলোয়ার হোসাইন-কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির এবং যুব মজলিস কেন্দ্রীয় মজলিসে খাস সদস্য ও জেলা সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান।
অতিথিবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
> “সালথা উপজেলায় সংগঠনের আদর্শ ও কার্যক্রম আরও গতিশীল করতে এই কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে।”
তারা দ্বীনের খেদমতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অধিবেশনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।