বাগেরহাট-০১ আসনে হাতপাখা মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমের পনেরো শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন

গতকাল সোমবার, ২৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম (হাতপাখা)–এর নেতৃত্বে বাগেরহাট-০১ আসনে অনুষ্ঠিত হয় এক অভূতপূর্ব মোটরসাইকেল শোডাউন।

পনেরো শতাধিক মোটরসাইকেল ও শতাধিক পিকআপের বিশাল বহরকে ঘিরে চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাটসহ আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোডাউনটি মোল্লাহাট ব্রিজ থেকে শুরু হয়ে মোল্লাহাটের বিভিন্ন ইউনিয়ন অতিক্রম করে ফকিরহাটের নোয়াপাড়া হয়ে কাটাখালি মোড় প্রদক্ষিণ করে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে নালুয়া তেলের পাম্পে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। শৃঙ্খলাপূর্ণ এ শোডাউনে অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীকের প্রতি তাঁদের অবিচল সমর্থন ব্যক্ত করেন।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, “আজকের এই শোডাউনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বাগেরহাট-০১ আসনের জনগণ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজের পক্ষে হাতপাখার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন।” তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবেন।

তিনি আরও বলেন, “এলাকার সকল দলমতের মানুষ নিরাপদে বসবাস করবেন, কেউ রাজনৈতিক সহিংসতার শিকার হবেন না। আমার নেতা পীর সাহেব চরমোনাই নীতি ও আদর্শের রাজনীতি করেন। আমি সেই আদর্শ ধারণ করেই বাগেরহাট-০১ আসনকে নীতি ও ন্যায়ের ভিত্তিতে সাজাতে চাই।”

সাবেক চিতলমারী উপজেলা চেয়ারম্যান হিসেবে তাঁর উন্নয়ন অভিজ্ঞতার উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

শোডাউনকে কেন্দ্র করে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা ইমরান বিন লুৎফর, মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি জননেতা মাওলানা নিজামুদ্দিন ও চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি শেখ নুরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি ছাত্রনেতা এইচ এম মুহাম্মাদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার প্রকাশনা ও দফতর সম্পাদক মোঃ নওশের ইসলাম সহ বাগেরহাট-০১ আসনের আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষে চিতলমারীর নালুয়া তেলের পাম্পের সামনে আইএবি জেলা সভাপতি জননেতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ