JuboKantho24 Logo

বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করেও অযোধ্যায় জয়ী হতে পারেনি বিজেপি

শহীদ বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করেও সেই অযোধ্যায় জয়ী হতে পারেনি ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। উত্ত প্রদেশের অযোধ্যা শহরটি পড়েছে ফাইজাবাদ আসনে। এই আসনে বিজেপি প্রার্থী করেছিল লাল্লু সিংকে। অন্যদিকে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোটগতভাবে প্রার্থী দিয়েছিল অবধেশ প্রসাদকে। ফলাফলে দেখা গেছে বিজেপি প্রার্থীকে প্রায় ৫৫ হাজার ভোটে হারিয়ে আসনটি ছিনিয়ে নিয়েছে সমাজবাদী পার্টি প্রার্থী অবধেশ প্রসাদ।

অযোধ্যায় বাবরী মসজিদের স্থানে রামমন্দির তৈরির দাবি তুলে ১৯৯০ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির দল বিজেপির উত্থান হয়। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি ভেঙে ফেলে। মোদি ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেই স্থানে নির্মাণ করে রাম মন্দির।

নরেন্দ্র মোদি গত জানুয়ারিতে অযোধ্যায় ১ হাজার ৮০০ কোটি রূপি খরচ করে তৈরি করা রাম মন্দিরটি উদ্বোধন করেন। কিন্তু এই মন্দির নির্মাণ করেও অযোধ্যায় জিততে পারলেন না মোদি।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ