
বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত। ২৩৭ জনই ন্যূনতম স্নাতক শেষ করেছেন।এ তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড.মাহ্দী আমিন।তিনি বলেন,এবার বিএনপি সাবেক ৮৫ জন এমপিকে মনোনয়ন দিয়েছে।এর মধ্যে ১৯ জন ছিলেন সাবেক মন্ত্রী।এছাড়া গুম হওয়া তিনজন এবং তাদের পরিবারের দুজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ড.মাহ্দী আশঙ্কা প্রকাশ করেছেন,কিছু রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন।তিনি বলেন, ধর্ম ব্যবহার করে ভয় দেখিয়ে ভোট চাওয়াকে শুধু অনৈতিক বলা যায় না,এটি আইনেও নিষিদ্ধ।
মাহ্দী আমিন মন্তব্য করেন,এমন প্রবণতা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। নির্বাচন কমিশনের নীরবতার কারণে দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।