
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে এনসিপি নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় এনসিপির মুখ্য সংগঠক জনাব সারজিস আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির এবং কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন।
বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।