আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। আগুন দিয়ে মানুষ পোড়ানোই ওদের কাজ। এ দেশে ওদের রাজনীতি করার অধিকার নাই।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা ৭ জানুয়ারি নির্বাচনে ভোট প্রার্থনা করে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে একটি মানুষও হতদরিদ্র থাকবে না।
প্রধানমন্ত্রীর তার বক্তব্যে স্বাধীনতা পরবর্তী তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাসনামল উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু যখন ক্ষমতায় বসেছিলেন, তখন বাংলাদেশ ছিল ক্ষুধা নিপীড়িত একটি দেশ, যেখানে মানুষের গড় আয় ছিল মাত্র ৯১ ডলার। ৩ বছর ৭ মাসের শাসনামলে বঙ্গবন্ধু সেই আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। বঙ্গবন্ধু নিহত হবার পর মেজর জিয়া ক্ষমতায় থাকাকালীন দেশে কোন উন্নতি হয়নি, মানুষের ভাগ্যেরও কোন পরিবর্তন হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন সরকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। যে মানুষগুলো আধ বেলা খেতে পারত না, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এখন মানুষ ৩ বেলা খেতে পারছে । শেখ হাসিনা বলেন,আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। ভাংগা থেকে পায়রা পর্যন্ত সড়কপথ ৬ লেনে উন্নীত করা হবে। ভোলার গ্যাস ভবিষ্যতে বরিশালে আনা হবে। তিনি সবাইকে নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান। বরিশাল বিভাগের নৌকা মার্কার প্রার্থীদের নাম উল্লেখ করে তিনি ভোট প্রার্থনা করেন।