
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ দক্ষিণখান থানা শাখার উদ্যোগে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ঢাকা, দক্ষিণখান: ফিলিস্তিনে চলমান বর্বর হামলার প্রতিবাদে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণখান থানার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;
বিক্ষোভ মিছিলটি দক্ষিণখান এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববাসীকে এ গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর ভূমিকা নিতে হবে।”
এসময় ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন।
আরো উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা ফজলুল হক সিদ্দিক,সহকারী দপ্তর সম্পাদক মাওলানা মায়ারিফুল হক,উত্তরা পূর্ব থানা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলাইমান সাদ,মাওলানা আবদুল মান্নান,মাওলানা মাইনুল ইসলাম,হাফেজ আব্দুল মুতালেব,মাওলানা মাহদী হাসান,হাফেজ জাহিদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, বৃহত্তরা উত্তরা উলামা পরিষদ পূর্ব থানার প্রচার সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম রাফি।আরো উপস্থিত ছিলেন জনাব এডভোকেট হাবিবুর রহমান, আব্দুল মতিন খান,হাজী মুহাম্মদ সেলিম,তাইফুর রহমান,আব্দুল কাদের,ওমর ফারুক প্রমুখ।