JuboKantho24 Logo

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তুরাগ থানার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তুরাগ থানার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তুরাগ থানা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলটি আজ ২১শে মার্চ শুক্রবার বাদ জুমা উত্তরা তুরাগ থানার বিভিন্ন সড়ক দিয়ে প্রদক্ষিন করে। যেখানে এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় উলামা, মসজিদের ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ। তারা একত্রিত হয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে এবং ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। “ফিলিস্তিন মুক্ত হোক”, “ইসরাইলি আগ্রাসন বন্ধ হোক”, “ইসলামি দেশ একতাবদ্ধ হোক” বয়কট বয়কট ইসরাইলি পণ্য এই ধরনের স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

এছাড়া মিছিলের নেতৃত্ব দেন উলামা পরিষদের সভাপতি, তুরাগ থানার মসজিদের ইমাম, এবং অন্যান্য ধর্মীয় নেতারা। তারা বলেন, “ফিলিস্তিনে ঘটে চলা অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা আহ্বান জানাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবং ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে।”

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি যে, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সোচ্চার ভূমিকা পালনের মাধ্যমে ফিলিস্তিন একদিন মুক্ত হবে।”

সমাবেশ শেষে, বিক্ষোভকারীরা একত্রিত হয়ে তাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন।

এই ধরনের বিক্ষোভ সমাবেশগুলোর মাধ্যমে ফিলিস্তিনে ঘটে চলা অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি পাবে এবং ফিলিস্তিনের জন্য সমর্থন ও সহযোগিতা বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ তুরাগ থানার সভাপতি মুফতি সাদিকুর রহমান।আরো উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশটি মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়।
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তুরাগ থানার সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকী,অর্থ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক মুফতি ইসফাক আহমাদ আল ফরিদী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ

সর্বশেষ
সর্বশেষ