দাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মতলব পানি ট্যাংকির মোড়ে এক যোগদান অনুষ্ঠান, লিফলেট বিতরণ ও দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।
উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নোমান আল হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা মোহমুদুল্লাহ খান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ।
যোগদান অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীর মানুষ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে শেষে একটি দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মতলব পৌরসভার বিভিন্ন স্থান প্রদিক্ষণ করে।
এই সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, মতলব উত্তরের সভাপতি মাওলানা শফিউদ্দিন, মতলব পৌরসভার সভাপতি মাওলানা মোজাম্মেল হোসেন ফারূকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।