JuboKantho24 Logo

ময়মনসিংহের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল হককে অসম্মান; বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মাদরাসার প্রধান মাওলানা আব্দুল হককে অসম্মানজনকভাবে খণ্ডকালীন শিক্ষক ঘোষণা করে পরিচালনা কমিটির সভাপতি পদে বর্তমান দায়িত্বে থাকা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ মুফিদুল আলম। আর এই ঘটনায় জেলা প্রশাসকের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা শাখা।

মঙ্গলবার (২৯ জুলাই) ময়মনসিংহ জেলা পশ্চিম শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানান।

নেতৃদ্বয় বলেন, ময়মনসিংহ বড় মসজিদ মাদরাসা নিয়ে জেলা প্রশাসনের কিছু সাম্প্রতিক সিদ্ধান্ত ইসলামি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ও মর্যাদাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

তাঁরা বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের প্রধান ও মসজিদের খতিব মাওলানা আব্দুল হককে অসম্মানজনকভাবে খণ্ডকালীন শিক্ষক ঘোষণা, মুফতী সারওয়ার হোসাইনকে যথাযথ কারণ ছাড়াই নায়েবে মুহতামীম পদ থেকে অব্যাহতি, এবং চারিত্রিক অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত শিক্ষক মাওলানা আজিজুল হককে পুনর্বহালের মতো সিদ্ধান্তগুলো চরমভাবে অগ্রহণযোগ্য।

নেতৃদ্বয় আরও বলেন, এইসব পদক্ষেপ শুধু প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ ও শিক্ষার মানকেই বিপন্ন করছে না, বরং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিকেও মারাত্মকভাবে আঘাত করেছে।

তারা আরও বলেন, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট আলেম সমাজ ও জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানকে মুক্ত রাখা সময়ের দাবি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে যদি ভবিষ্যতে কোনো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তার দায় সম্পূর্ণভাবে প্রশাসনকে বহন করতে হবে।

এর আগে, এই ঘটনাকে কেন্দ্র করে গত রোববার (২৬ জুলাই) ময়মনসিংহে সড়ক অবরোধ করে মাদরাসা শিক্ষার্থীরা।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ