JuboKantho24 Logo

মাইলস্টোন ট্র্যাজেডি: শহীদদের মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরা জোনের দোয়া মাহফিল

উত্তরা, ঢাকা | ২৪ জুলাই ২০২৫ | বুধবার

বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরা জোনের উদ্যোগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শহীদ হওয়া ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর। সভাপতিত্ব করেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর ও উত্তরা জোন তত্ত্বাবধায়ক।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার শান্তি কামনা করে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় যারা শহীদ হয়েছেন, তারা আমাদের সন্তান। আমরা তাদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করছি।”

তারা আরও বলেন, “লাশ নিয়ে রাজনীতি বন্ধ করুন। শহীদদের পরিবারের সঙ্গে সহানুভূতির আচরণ করুন এবং তাদের সম্মান দিন। আমরা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও আহতদের উন্নত চিকিৎসার জোর দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা ফজলুল হক, মুফতি আল-আমিন, মুফতি কাইয়ুম, মুফতি সুলাইমান সাদ, মুফতি এমরান হাসান, মাওলানা মাঈনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রিয়াদ খান, মাওলানা রবিউল ইসলাম,মাওলানা আমিনুল ইসলাম,হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা মায়ারিফুল হক, তাইফুর রহমান, মাফিজুর রহমান, আলমগীর হুসাইন, মোশাররফ হুসাইন প্রমুখ আলেমগণ।

উলামায়ে কেরাম শহীদদের জন্য কান্নাভেজা দোয়া করেন এবং সর্বস্তরের মুসলমানদের এসব শহীদের জন্য দোয়া ও সহমর্মিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ