
মাইলস্টোন দুর্ঘটনায় শহীদদের লাশের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি, রাজনীতি বন্ধের আহ্বান : মুফতি সাইফুল ইসলাম
উত্তরা, ঢাকা | ২২ জুলাই ২০২৫ | মঙ্গলবার সন্ধ্যা
লাম
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী ছাত্র-ছাত্রীদের লাশের সঠিক হিসাব প্রকাশ করে জাতির সামনে উপস্থাপন করতে হবে—এ দাবি জানিয়ে মুফতি সাইফুল ইসলাম বলেন, “লাশ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে”
আজ মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরখান থানা শাখার উদ্যোগে ৪৬ নম্বর ওয়ার্ডে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয় এবং বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরখান ৪৬ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর উত্তরের সহসভাপতি মুফতি সাইফুল ইসলাম বলেন—
“মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে। এই ট্র্যাজেডিকে ধামাচাপা দিয়ে কেউ যেন পার না পায়। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং যারা এই ঘটনার পেছনে দায়ী, তাদের বিচার অবিলম্বে করতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে, ইতিহাসে তারা কলঙ্কিত হবে।”
সভায় উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল্লাহ নূরী, যিনি নবগঠিত ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হন এবং মাওলানা শহিদুল ইসলাম ফুলপুরী সাধারণ সম্পাদক মনোনীত হন। মোট ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও রয়েছেন:
মুফতি আব্দুল কাদের, মাওলানা মিজানুর রহমান, মুফতি ইব্রাহিম,মুফতি শহিদুল্লাহ,মুফতি আবু সাঈদ,মাওলানা আহসানুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ মানসুর,মাওলানা আল আমিন সিরাজী,মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মোবারক হোসাইন,মাওলানা আল আমিন,মাওলানা মাসুদুর রহমান,মাওলানা আমিরুল ইসলাম,সুমন মিয়া, মো. রাকিবুল ইসলাম,মাওলানা মোবারক হোসাইন, মো: কাউসার সরকার, মো: শরিফ, হাফেজ আবু রায়হান, মাওলানা মোশারফ হোসেন, মো: কাওসার সরকার, ইমন আহমদ, আমির হোসাইন।
সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দেন। তারা বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”