মাওলানা কে এম মামুনকে অপহরণের প্রতিবাদে বৃহত্তরা উত্তরা উলামা পরিষদের সংবাদ সম্মেলন

কে এম মামুনকে অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া হানিফ আলী মোড়ে অবস্থিত খাদেরমুল কোরআন মহিলা মাদরাসার পরিচালক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুব আহবায়ক কে এম মামুনকে অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে বৃহত্তর উত্তর উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দীন বলেন, কে এম মামুন দীর্ঘদিন ধরে সমাজে ইসলাম, শিক্ষা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তিনি দেশ ও সমাজের জন্য নিবেদিতপ্রাণ একজন তরুণ সংগঠক। তাকে অপহরণের মাধ্যমে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চাইছে।

বক্তারা অবিলম্বে কে এম মামুনকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদি,নির্বাহী কমিটির সদস্য মুফতি এনায়েতুল্লাহ,মাওলানা মুহাম্মদুল্লাহ,তুরাগ সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ