মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক যে দুই আসনে প্রার্থী হয়েছেন (ঢাকা-১৩ ও বাগেরহাট-১), সেই দুই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ওই দুই আসনে দলের প্রার্থিতা প্রত্যাহার করা হবে এবং মাওলানা মামুনুল হকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন থাকবে বলে জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী রাজনীতিতে মাওলানা মামুনুল হকের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ পথচলার চিন্তা করছে না। তবে যেসব আসনে ইসলামী আন্দোলনের নিজস্ব প্রার্থী থাকবে না, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ, যোগ্য ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন জানানো হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্য ও কল্যাণের স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।”

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ