চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদরাসার ভেতরে প্রবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সংগঠনের থানা সভাপতিসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে কচুয়া উপজেলার ৬ নম্বর ইউনিয়নের নাহারা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কর্মসূচি চলাকালে হঠাৎ করে বিএনপির কয়েকজন নেতা-কর্মী মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ কর্মসূচি চলার সময় আকস্মিক হামলার ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় থানা সভাপতিসহ অন্তত তিনজন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা ন্যক্কারজনক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।