মুফতি নেয়ামতুল্লাহ আমিন :
শায়খুল হাদীস আল্লামা মা'মু'নু'ল হক আ'ফ'গা'নি'স্তা'নে গেছেন—এই সংবাদ শুনেই বিবিসি বাংলার যেন ঘুম হারাম হয়ে গেল!
তাদের ওয়েবসাইটে ঢুকে চোখ কপালে উঠল—পুরোটা ভর্তি আলেমদের নিয়ে পক্ষপাতমূলক খবরে। কোথায় মাজারে হামলা হলো, কোথায় হুজুররা সফর করলেন, কোথায় আলেমরা মিছিল করলেন—এসব নিয়েই সাজানো সংবাদ! যেন বাংলাদেশের মানুষের আসল সমস্যা নেই—কেবল আলেমদের গতিবিধিই তাদের একমাত্র খবর।
আমরা প্রশ্ন রাখি—এটাই কি আন্তর্জাতিক গণমাধ্যমের কাজ? সত্য গোপন করে আলেম সমাজকে একচোখা দৃষ্টিতে তুলে ধরা? দেশের জনগণের দুঃখ-কষ্ট, দ্রব্যমূল্যের আগুন, বেকারত্ব, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষার সংকট—এসব তো তাদের চোখে পড়ে না! কিন্তু কোনো আলেম সফরে গেলেই বা মিছিলে অংশ নিলেই তারা খোঁজে খবরদারিতে মেতে ওঠে। এর নাম সংবাদ নয়, এর নাম উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা!
কাফিররা পৃথিবীর যেকোনো প্রান্তে যাতায়াত করলে কোনো বাধা নেই। তারা সৌদি আরবেও যায়, আবার ভারতের মন্দিরে মাথা নত করলেও তা কারও দৃষ্টি কাড়ে না। কিন্তু একজন আলেম মুসলিম দেশ আফগানিস্তানে গেলেই কেন এত হুলস্থূল? কেন এত আতঙ্ক?
কেন এই বৈষম্য? কেন এই বিদ্বেষ?
নিউজে দেখলাম গতকয়েক দিন আগেই তো দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রতিনিধি আফগানিস্তানে গিয়ে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তখন কোনো সমস্যা হয়নি, বরং সেটা “ডিপ্লোম্যাটিক রিলেশন” হিসেবে গণ্য হয়েছে। কিন্তু আল্লামা মা'মু'নু'ল হক সেখানে সফরে গেলে—তখনই শুরু হয় চক্রান্ত, সমালোচনা আর অপপ্রচার!
স্পষ্ট বোঝা যায়—সমস্যা আফগানিস্তান সফরে নয়, সমস্যা হলো আলেমরা মাথা উঁচু করে দাঁড়াক সেটা কিছু মিডিয়া মেনে নিতে পারে না। যত দোষ—আলেমদের, যত দোষ মামুনুল হকদের!