JuboKantho24 Logo

‘মুক্তচিন্তা চর্চার এ জায়গাতে ইসলামী মতাদর্শ চর্চার সুযোগ থাকতে হবে’ —ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে আলোচকবৃন্দ

‘মুক্তচিন্তা চর্চার এ জায়গাতে ইসলামী মতাদর্শ চর্চার সুযোগ থাকতে হবে’
—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে আলোচকবৃন্দ

আজ ১৮ মার্চ, মঙ্গলবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাখা দায়িত্বশীল আলী হোসেন তন্ময় এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান সাগর বলেন, বিগত সময়ে আমরা রাজনৈতিক ফ্যাসিবাদের চেয়ে কালচারাল ফ্যাসিবাদের শিকার বেশি হয়েছি। এই জায়গাটাতে আমরা এখনো পরিপূর্ণ স্বাধীন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চার এ জায়গাতে আমরা ইসলামী মতাদর্শকে প্রতিষ্ঠা করব। এখানে সব চিন্তা মতাদর্শ চর্চা হতে পারলে ইসলাম কেন পারবে না? এই না পারার পিছনে প্রধান কারণ আমাদের হীনমন্যতা, জ্ঞান তাত্ত্বিক চর্চা না থাকা। অতএব জ্ঞানতাত্ত্বিকভাবে ইসলামকে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দ্বীন বিজয়ের ক্ষেত্রে সর্বপ্রথম ব্যক্তি জীবনের কথা বলে। দ্বিতীয়ত সামাজিক পর্যায়ে। দ্বীনকে মেটানোর জন্য যত চেষ্টা হবে, সবগুলোকে আমরা প্রতিরোধ করব। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা এই দ্বীনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করব।

বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা সাদিক সালিম, সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন ইমাম।

আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহবায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, অন্ত:বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজের আহবায়ক মুহাম্মাদ শাহরিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল নুরুল্লাহ মাহমুদ ও সাবেক দায়িত্বশীল মাওলানা যিমামুল হক। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ