মুগদায় খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মুগদা থানার উদ্যোগে আজ বাদ জুমা দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা সভাপতি মাওলানা মাহমূদ হাসানের সভাপতিত্বে মিছিলটি গ্রীণ মডেল টাউন ব্রিজ থেকে শুরু হয়ে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যনির্বাহী সদস্য মাওলানা ফয়জুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মুগদা থানার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি আবদুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহমান সজিব এবং বায়তুল মাল সম্পাদক মো. জসিম উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মুগদা থানা যুব মজলিসের সংগঠন সম্পাদক মোহাম্মদ রাসেল ইসলাম মোস্তফা, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ, দফতর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, আমেলা সদস্য মাওলানা রুহুল আমিন, মাইনুদ্দিন, নূর মোহাম্মদসহ অসংখ্য কর্মী ও সমর্থক।

বক্তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় দাওয়াতি কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং দীন বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ